ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

গারো পাহাড়ে হাতি হত্যায় ২ জন কারাগারে

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৮, ২ জানুয়ারি ২০২২ | আপডেট: ২০:৫৯, ২ জানুয়ারি ২০২২

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্য হাতি হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হাতি হত্যা মামলায় চার আসামি হলেন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল, আমেজ উদ্দিন ও মো. শাহজালাল মিয়া।

রোববার দুপুরে চার আসামির মধ্যে আমেজ উদ্দিন ও মো. শাহজালাল শেরপুরের বন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। 

মামলার বাকি দুই পলাতক আসামি হলেন সমেজ উদ্দিন ও মো. আশরাফুল। রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৯ নভেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত জিআই তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে রবিউল ইসলাম এ ঘটনায় প্রথমে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গত ১১ নভেম্বর বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ চারজনের নামে মামলা করেন। গারো পাহাড়ে হাতি হত্যায় এটিই প্রথম মামলা।

পরিবেশবাদী সংগঠন সবুজায়ন শেরপুর ও সবুজ আন্দোলনের শেরপুর জেলার আহ্বায়ক মেরাজ উদ্দিন বলেন, হাতি একটি বন্যপ্রাণী। গারো পাহাড় হাতির অভয়ারণ্য। হাতির অভয়ারণ্যে হাতিকে হত্যা একটি জঘন্য অপরাধ। এ মামলায় দুজনকে জেলে পাঠানোয় আমরা খুশি। আমরা বাকি আসামিদেরও আইনের আওতায় আনার দাবি জানাই।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি