ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গারো পাহাড়ে হাতি হত্যায় ২ জন কারাগারে

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৮, ২ জানুয়ারি ২০২২ | আপডেট: ২০:৫৯, ২ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্য হাতি হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হাতি হত্যা মামলায় চার আসামি হলেন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল, আমেজ উদ্দিন ও মো. শাহজালাল মিয়া।

রোববার দুপুরে চার আসামির মধ্যে আমেজ উদ্দিন ও মো. শাহজালাল শেরপুরের বন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। 

মামলার বাকি দুই পলাতক আসামি হলেন সমেজ উদ্দিন ও মো. আশরাফুল। রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৯ নভেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত জিআই তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে রবিউল ইসলাম এ ঘটনায় প্রথমে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গত ১১ নভেম্বর বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ চারজনের নামে মামলা করেন। গারো পাহাড়ে হাতি হত্যায় এটিই প্রথম মামলা।

পরিবেশবাদী সংগঠন সবুজায়ন শেরপুর ও সবুজ আন্দোলনের শেরপুর জেলার আহ্বায়ক মেরাজ উদ্দিন বলেন, হাতি একটি বন্যপ্রাণী। গারো পাহাড় হাতির অভয়ারণ্য। হাতির অভয়ারণ্যে হাতিকে হত্যা একটি জঘন্য অপরাধ। এ মামলায় দুজনকে জেলে পাঠানোয় আমরা খুশি। আমরা বাকি আসামিদেরও আইনের আওতায় আনার দাবি জানাই।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি