ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় খেজুর গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৫, ৩ জানুয়ারি ২০২২

সাতক্ষীরার কলারোয়ায় খেজুর গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহবুবর রহমান বিশ্বাস (৫৫)। সে উপজেলার জালালাবাদ-বাটরা গ্রামের মৃত দিয়ানত আলী বিশ্বাসের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষক মাহবুবর রহমান শনিবার দুপরের দিকে তার নিজের জমিতে লাগানো খেজুর গাছ পরিস্কার করার জন্য গছে ওঠেন। অসাবধানতাবশত পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি