৭ শতাধিক শালিক উদ্ধারের পর অবমুক্ত
প্রকাশিত : ১২:৩৭, ৩ জানুয়ারি ২০২২
বাগেরহাট জেলার মোল্লাহাটে পুলিশের সহায়তায় বন্দী ৭০০ শালিক ডানা মেলে উড়ল আকাশে।
রোববার বিকালে উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করে মোল্লাহাট থানা পুলিশ। এর আগে শনিবার রাত ও রোববার সকালে গাওলা ইউনিয়নের রাজপাট এলাকায় অভিযান চালিয়ে দুটি বাড়ি থেকে ৭ শতাধিক শালিক পাখি উদ্ধার করে পুলিশ।
শত শত শালিক আটকে পাখির খামার গড়ে তুলেছিলেন এক ব্যক্তি। বিভিন্ন কৌশলে ধরা শালিকগুলোকে খুলনা ও আশাপাশের এলাকায় বিক্রি করতেন তিনি।
স্থানীয়রা জানান, এই অঞ্চলে শালিক পাখি তেমন কেউ খায় না। তবে বিভিন্ন হোটেলে কোয়েল বলে এই শালিকের মাংস খাওয়ানো হয়। সৌখিনভাবে বাসা-বাড়িতেও শালিক পালনের প্রচলন আছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গাওলা ইউনিয়নের একটি গ্রামে বিভিন্ন ধরণের পাখি আটকে রাখা হয়েছে। গভীর রাতে অভিযান চালিয়ে রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ির থেকে ৫শ’ এবং পার্শবর্তী অন্য একটি বাড়ি থেকে আরও ২ শতাধিক শালিক উদ্ধার করা হয়।
খুলনাসহ বিভিন্ন এলাকায় বিক্রির জন্য শালিকগুলো স্থানীয় বিল-বাওড় থেকে শিকার করা হয়। অভিযান টের পেয়ে শালিকগুলো আটকে রাখা ব্যক্তি পালিয়ে যায়, জানান ওসি।
এএইচ/
আরও পড়ুন