ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বিষাক্ত মদপানে রুয়েট ছাত্রের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৬:২৮, ৩ জানুয়ারি ২০২২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি


বিষাক্ত মদপানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত রাত সোয়া ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষার্থী মাসুরুর মুহিত নগরীর তালাইমাড়ীর বিএসবি ছাত্রাবাসে থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকুন্দগাতী গ্রামে। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে রুয়েট শিক্ষার্থী মাসরুর মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজের ১৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, মুহিত মদ পান করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হাসপাতালের ছাড়পত্রে বিষাক্ত মদপানে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে অতিরিক্ত মদপান করে নাকি ভেজাল মদে তিনি মারা গেছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি