ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজারে ‘মানবিকতার জন্য সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০২, ৩ জানুয়ারি ২০২২

কক্সবাজারের উখিয়া-টেকনাফে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাংবাদিকতায় 'মানবিকতার জন্য সাংবাদিতা' শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় এক্সপোজার নামের একটি বেসরকারি সংস্থা এই কর্মশালার আয়োজন করে। 

অনুষ্ঠিত কর্মশালায় সাংবাদিকতায় মানবিকতা, দুর্যোগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর। এক্সপোজার কমিউনিকেশনের উপদেষ্টা সাংবাদিক শিহাবুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক আব্দুল মুক্তাদির, আবদুল মোবারক, মাজেদ চৌধুরী, রাজিব আলী।

কর্মশালায় কক্সবাজার এবং উখিয়া টেকনাফের ৩৫ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি