ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহজাদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, সোমবার ভোর রাতে পৌরজনা বায়ইকোলা ব্রীজের উপর যানবাহনে ডাকাতি প্রস্তুতি নিয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে দেশিয় অস্ত্রসহ ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৭/৮ জন পালিয়ে যায়। 

গ্রেপ্তাকৃত ডাকাতরা হলো এলাকার মো. আলতাফ শেখ(৪৯), মো. হায়দার আলী (৫০), মো. মানিক( ১৯) মো. রফিক মোল্লা(৪৭)। 

এ ঘটনায় ৪ ডাকাতসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত ডাকাতদেরকে উপজেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি