ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নিজ গ্রামে আসছেন সেনাপ্রধান, আনন্দে নড়াইলবাসী

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:০০, ৪ জানুয়ারি ২০২২

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

নিজ গ্রামে আসছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান হওয়ার পর এই প্রথম নিজ জেলায় আসছেন তিনি। তার আগমনে আনন্দিত নড়াইলবাসী। বিশেষ করে করফাবাসীর আনন্দের যেন শেষ নেই।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা এলাকায় আসবেন তিনি। এদিন নড়াইলে নির্মাণাধীন রেল প্রজেক্ট ও লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। 

প্রথমে তিনি করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করবেন। পরে, দুপুর সাড়ে ১২টার দিকে রেল প্রজেক্ট ও আর্মি ক্যাম্প পরিদর্শন করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে।
 
নড়াইলের করফা গ্রামের সন্তান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। সেনাপ্রধান হওয়ার পর এই প্রথম নড়াইলে আসছেন তিনি। এই খবরে জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে আনন্দ আমেজ বিরাজ করছে। 

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দু’দিন ধরে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকার সবাই।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি