ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

লরির চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:১০, ৪ জানুয়ারি ২০২২

ছেলের মৃত্যুতে মায়ের আহাজারি

ছেলের মৃত্যুতে মায়ের আহাজারি

ঝালকাঠিতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আরমান হোসেন আনান (১২) ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এ সময় আহত হয়েছে তার এক সহপাঠি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পূর্ব চাঁদকাঠী এলাকার জেলেপাড়া সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত  সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন সোহাগের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট পড়া শেষে বাইসাকেলে সহপাঠী সানমুনকে নিয়ে শহরের কুতুব নগর এলাকার বাড়িতে ফিরছিল আরমান। এসময় পেছন থেকে আসা তেলবাহী লরিটি সাইকেলকে চাপা দেয়। 

এতে আরমানের মাথা লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়; আহত হয় সহপাঠী সানমুন। ঘটনার পর লরিচালক পালিয়ে যায়।

লরিটি জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি