ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৬, ৪ জানুয়ারি ২০২২

পটুয়াখালীর কলাপাড়ায় মিমজাল নামে একটি বাসের চাপায় আবদুস সোবাহান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের তুলাতলী এলাকা এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবদুস সোবাহান লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা। সে বিয়ের আগেই হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। তিনি বরিশাল লঞ্চঘাট এলাকার শ্রীমতি বিজেন্দ্র সরকারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুস সোবাহান বাসার নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে তার বাড়ি থেকে তুলাতলী বাজারে আসছিল। এ সময় ঢাকাগামী মিমজাল নামের পরিবহন তাকে চাপা দেয়। স্থানীয়রা তাক্ষনিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান,ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি