ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জের ১৮ ইউনিয়নে চলছে ভোট

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪১, ৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ১০:৪২, ৫ জানুয়ারি ২০২২

পঞ্চম দফায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর, তাড়াশ ও সদর উপজেলার ১৮ ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। যা বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে।

এখন পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, কাজিপুরের ১২টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১১ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তাড়াশ উপজেলার ৪টি এবং সদর উপজেলার ২টিতে চেয়ারম্যান পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি