ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ৫ জানুয়ারি ২০২২

নওগাঁ-রাজশাহী সড়কের সদর উপজেলার বাবলা তলা মোড়ে দ্রুতগামী ট্রাকের চাঁপায় মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

এদের মধ্যে মতিউর রহমান(২৬) এর পরিচয় পাওয়া গেলেও অপরজনের এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। এদিকে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করে। তবে এর আগেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। 

এদিকে দুর্ঘটনায় নিহতদের বিচার দাবি করে এলাকাবাসী ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ দুর্ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা অবরোধ তুলে নেয়। নিহত দুইজনের মধ্যে মতিউর রহমান নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছেন।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই রাতে মতিউরসহ দুই যুবক মোটরসাইকেল নিয়ে নওগাঁ শহরের দিকে আসছিলেন। এসময় পেছন দিক থেকে ধান বোঝাই একটি ট্রাক তাদের চাঁপা দিলে ঘটনাস্থলেই মতিউর মারা যায় এবং অপর যুবক হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

ওসি আরও বলেন, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ধান বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। এদিকে বুধবার বিকেল পর্যন্ত নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি