ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে নৌকা-চশমার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৭, ৫ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনার দুর্গম মেচরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রুপসা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে রুপসা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতিকের(আব্দুল মজিদ মাষ্টার) সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর (জাহঙ্গীর আলম) সমর্থকদের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে
উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষে চলাকালে ককটেল বোমা বিস্ফোরণের খবর পওয়া গেছে। খবর পেয়ে পুলিশ র‌্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রুপসা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। কেন্দ্রে থাকা স্ট্রাইকিং ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি