ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ৫

বগুড়া প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৫, ৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ০০:০০, ৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাই হাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার কর্মী সমর্থকদের সঙ্গে ভোট গণনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রার্থীর নারী এজেন্টসহ ৪ জন নিহত হয়েছে। বুধবার (৫ জানুযারী) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামের খোকনের স্ত্রী মেম্বার প্রার্থী কুলসুম আক্তার, একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেনও একই গ্রামের মৃত ইফাত উল্লাহ এর ছেলে আব্দুর রশিদসহ রাজ্জাক নামের আরও একজন গুলিতে নিহত হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তার মরদেহ গাবতলী হাসপাতালে রয়েছে।

অপরদিকে দুপুরে একই উপজেলার রামেশ্বাপুর ইউনিয়েনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে জাকির হোসেন নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি