ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেরোসিন ঢেলে শিক্ষিকা স্ত্রীর শরীরে আগুন দিলেন স্বামী

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ৬ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:০২, ৬ জানুয়ারি ২০২২

পাষণ্ড স্বামী সাদিকুল ইসলাম

পাষণ্ড স্বামী সাদিকুল ইসলাম

Ekushey Television Ltd.

রাজশাহী মহানগরীর মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন তার স্বামী সাদিকুল ইসলাম। এতে ওই শিক্ষিকার মুখ ও বুক পুড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের ছোটবোন নূরজাহান খাতুন জানান, বুধবার রাত ১টার দিকে কিছু বোঝার আগেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান সাদিকুল ইসলাম। খবর পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে তার মুখ, বুক ও দুই হাত পুড়ে গেছে।

নূরজাহান আরও জানান, বিয়ের পর থেকেই গত ২০ বছর ধরে বোনকে নির্যাতন করে আসছিলেন সাদিকুল। পারিবারিক ও সামাজিক চাপের কারণে বিষয়টি এতদিন ধরে ধামাচাপ দেওয়া হচ্ছিলো। তারপরও দুটি সন্তান নিয়ে সংসার করছিলেন তার বোন। 

এ ঘটনায় মামলা করবেন বলে জানান নূরজাহান।

সাদিকুল ইসলাম নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা সাজ্জাদ হোসেন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি