ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পরিচ্ছন্ন, নির্মল নগরী রাজশাহী (ভিডিও)

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ৬ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:১০, ৬ জানুয়ারি ২০২২

‘জিরো সয়েল’ প্রকল্পের পাশাপাশি পর্যাপ্ত বৃক্ষরোপণে নির্মল নগরীতে পরিণত হয়েছে রাজশাহী। সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি সবখানেই লেগেছে সবুজের ছোঁয়া। পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগে বেশ পরিচ্ছন্ন এই মহানগরী।

পরিবেশবান্ধব নগরী গড়তে ২০১১ সাল থেকেই ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার সড়কদ্বীপ ছেয়ে গেছে নানা প্রজাতির গাছে।  

এছাড়া ভারী কলকারখানা না থাকা, গণপরিবহন হিসেবে ব্যাটারিচালিত অটোরিক্সা ব্যবহার ও পর্যাপ্ত গাছপালা লাগানোয় সবুজের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী।

সাধারণ মানুষরা জানান, উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, এটার সব যদি শেষ হয় তাহলে শহরটা দেশের অন্যতম সেরা নগরীতে রূপ নেবে। এছাড়া আগামী ১০ থেকে ১২ বছরে পশ্চিম ইউরোপের যে কোনো দেশের সঙ্গে রাজশাহীর তুলনা করা যাবে। 

এদিকে, বাতাসে ক্ষুদ্র ধূলিকণা কমিয়ে আনতে অনেকটাই সফল এই নগরী। এসব অর্জন ধরে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সিটি করপোরেশন। 

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, “মেয়র মহোদয়ের চৌকষ নেতৃত্বে রাজশাহী শহর দিনে দিনে, তিলে তিলে বিকশিত হচ্ছে।” 

এছাড়া সবুজায়নের পাশাপাশি দৃষ্টিনন্দন মহানগরী হিসেবে গড়ে তুলতে রাত্রিকালীন বর্জ্য অপসারণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ নানা পদক্ষেপের কথা জানালেন সিটি মেয়র। 

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, “নতুন করে প্রকল্প তৈরি করতে প্রায় ৯ মাস সময় লেগেছে। প্রকল্প বাস্তবায়নে টাকার অংকে প্রায় দুই হাজার ৯৬১ কোটি টাকা দরকার হবে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ থেকে দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী ২০১৬ সালে বিশ্বের যে ১০টি শহরে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা কমেছে; তার মধ্যে রাজশাহীর স্থান ছিল প্রথম।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি