ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে তিনদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী শ্যূটিং প্রতিযোগিতা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে তিনদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী শ্যূটিং প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এডভোকেট মো. শাহজাহন মিয়া।

জেলা রাইফেলস ক্লাবের আয়োজনে শ্যূটিং প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান,অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, পৌর কাউন্সিল দেলোয়ার হোসেন আকন ও রাইফেলস ক্লাবের সাধারন সম্পাদক আবদুস সালাম খান।

আয়োজকরা জানান, জেলার ৮ টি উপজেলা থেকে ১৭০ জন শুটার এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করছেন। আগামী ৮ জানুয়ারি বিজয়ীদের মাঝে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান পুরস্কার বিতরন করবেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি