ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেতনস্কেল স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩১, ৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বেতনস্কেল স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গায় ভুমি সহকারী কর্মকর্তারা মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন গড়ে তোলা হয়।

মানববন্ধনে ভুমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আতিকুল হক, সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত একাধিকবার আমাদের বেতন স্কেল এবং পদোন্নতি প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করলেও কার্যত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের উচ্চতর বেতন স্থগিত করা হয়। সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে নিন্মস্কেলে বেতন গ্রহন করছি। 

এতে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এছাড়াও আমাদের লোকবল অর্ধেকে নেমে এসেছে। সেই জন্য আগামী ১৫ জানুয়ারির মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভুমি মন্ত্রণালয়ের স্থগিতদেশ প্রত্যাহার ও ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ এবং ভুমি উপ- সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করতে হবে। 

পরে জেলা প্রশাসকের মাধ্যমে ভুমি সচিব বরাবর স্মারক লিপি পেশ করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি