ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি:

প্রকাশিত : ২৩:২৯, ৬ জানুয়ারি ২০২২

লক্ষ্মীপুরে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় বেল্লাল হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে শহর পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত বেল্লাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মুন্সি ভুঁইয়া বাড়ির মৃত. আবদুল মজিদের ছেলে। তিনি পেশায় একজন নারিকেল-সুপারি ব্যবসায়ী।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শহর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি অটোরিকশা ধাক্কা দিলে বেল্লাল রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি