ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গহীন অরণ্যে র‌্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৮, ৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ১০:৩১, ৭ জানুয়ারি ২০২২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন অরণ্যে অভিযান চালিয়ে ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দেশী-বিদেশী ৮টি অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র‌্যাব। এসময় চার সন্ত্রাসীকে আটক ও মাটিতে পুতে রাখা আটটি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় তারা।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র‌্যাব। এসময় চার সন্ত্রাসীকে আটক করা হয়। পরে সেই অরণ্যে মাটিতে পুতে রাখা দুইটি বিদেশী পিস্তল ও ৬টি দেশীয় তৈরি অস্ত্রসক বেশকিছু গুলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি