হিলিতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত : ১৭:২৯, ৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৭:৩০, ৭ জানুয়ারি ২০২২
দিনাজপুরের হিলিতে নিজেদের পড়ালেখার খরচ বাচিয়ে তা দিয়ে গরীব অসহায় দুস্থ ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে তারুণ্য শক্তি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত উপজেলার তিনটি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ১শ' গরীব অসহায় দুস্থ শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে কম্বল বিতরণ করেন তারুণ্য শক্তির সদস্যরা। হিলিতে গতকয়েকদিন ধরেই তীব্র শীত অব্যাহত রয়েছে এর সাথে ঘনকুয়াশা ও হিমেল বাতাসের কারণে কনকনে শীত পড়েছে। তীব্র শীতে যবুথবু হয়ে পড়েছে গরীব অসহায় দুস্থ মানুষজন। গরীব অসহায় ছিন্নমূল এসব শীতার্ত অসহায় মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন সেচ্ছাসেবী সংগঠন তারুণ্য শক্তি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত হিলির ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গড়া এই সংগঠনটি।
কম্বল বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন, তারুণ্য শক্তির প্রচার সম্পাদক আব্দুর রহিম মিথুন, উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, রেজোওয়ান প্রধান রিমন, সদস্য সাব্বির আহমেদ নয়ন, অন্তু সরকার, বাদশা, হামিম, রমিম, হামজাসহ অনেকে।
কেআই//
আরও পড়ুন