ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ৭ জানুয়ারি ২০২২

নওগাঁর সাপাহারে ব্যাটারী চালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমৃখি সংঘর্ষে দেলোয়ার হোসেন(৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই ঘটনায় আব্দুল বারি (৩০) ও আব্দুল মোমিন(৩৪) নামে ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছে। 

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দিঘীরহাট-নিতপুর আঞ্চলিক সড়কের মিরাপাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর দোলোয়ার হোসেন সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায় শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওই তিনজন পাকা সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। রাজশাহী যাবার পথে দুপুরের দিকে আহত দেলোয়ারের মৃত্যু হয়। অপর দুইজন সাপাহার স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি