ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

পাংশায় নৌকা প্রার্থীর ৮ সমর্থককে মারপিট, বাড়ি ও দোকান ভাংচুর

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৪, ৭ জানুয়ারি ২০২২

আহতদের কয়েকজন, ছবি- একুশে টেলিভিশন।

আহতদের কয়েকজন, ছবি- একুশে টেলিভিশন।

পঞ্চম ধাপে রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবারের ওই নির্বাচন শেষে উপজেলার কশবামাজাইল বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিজয়ী নৌকা প্রার্থীর ৮ জন সমর্থক আহত হয়েছে। সেইসঙ্গে তাঁদের ঘরবাড়ি, মোটরসাইকেল ও দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) রাকিবুল ইসলামের সমর্থকরা রামদা, হাতুড়ি, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় কসবামাজাইল বাজারস্থ মুকুলের চায়ের দোকানের সামনে নবনির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদের সমর্থকদের ওপর হামলা চালায়। 

এতে কসবামাজাইল গ্রামের শামসুদ্দিন শেখের ছেলে মতিবুল ইসলাম (২৭), রহমান সরদারের ছেলে ওহিদুল সরদার (৩৫), সামছেল মন্ডলের ছেলে মুকুল মন্ডল (৪৪), আবুল কাশেমের ছেলে আউয়াল (৪৫), ডেমনামারা গ্রামের আমজাদের মনোয়ার (২০), সিরাজ খানের জিকু খান (৩০), ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে খায়রুজ্জামান (৩২) ও নটাভাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মন্ডলের মোসলেম মন্ডল (৬৫) আহত হয়। আহতদের পাংশা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এদিকে, হামলার সময় আহতদের ঘরবাড়ি, মোটরসাইকেল ও দোকান ভাংচুরেরও অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, ওই ঘটনায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে রাত ৯টা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।   

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি