ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শাহজাদপুরে শিয়ালের কামড়ে যুবকের মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:২১, ৭ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরের শিয়ালের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুলাল হোসেন (৩০) পৌর এলাকার মৃত সোহরাব হোসেন মোল্লার ছেলে। 

ওসি শাহিদ মাহমুদ ও স্থানীয়রা জানান, গত প্রায় তিনমাস আগে বাড়ির পাশে দুলাল হোসেনকে হঠাৎ শিয়াল আক্রমণ করে শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। গত মাস খানেক আগে তার শরীরে জলাতঙ্ক দেখা দিলে বিভিন্নভাবে চিকিৎসা নিতে থাকে।

এক পর্যায়ে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে তিনি মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি