ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

৯৯৯-এ ফোনে উদ্ধার হলো সুন্দরবনের কুমির 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ৮ জানুয়ারি ২০২২

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার করা হয়েছে সুন্দরবনের একটি কুমির। পরে কুমিরটিকে প্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়েছে। 

শনিবার (৮ জানুয়ারী) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন কালেখার  গ্রামের রাজু ইজারাদারের বাড়ি থেকে কুমিরটি উদ্ধার করে পূর্ব সুন্দরবন বিভাগের বনরক্ষীরা। 

পরে এদিন দুপুরে সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে খালে কুমিরটি অবমুক্ত করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবির।

এর আগে শুক্রবার বিকালে সুন্দরবনের পশুর নদীতে জেলেদের জালে ধরা পরে কুমিরটি। জেলেরা কুমিরটিকে নিজেদের বাড়ি নিয়ে যান। তা দেখে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান এক প্রতিবেশী।  

এরপরই কুমিরটিকে উদ্ধার করে সুন্দরবনের বনরক্ষীরা।

কুমিরটি লম্বা প্রায় ৪ ফুট। এর বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর বলে জানান ওসি আজাদ কবির।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি