ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

স্ত্রীর পর‌কিয়ায় বন্ধু খুন, প্রধান আসামি আটক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৬:০৩, ৮ জানুয়ারি ২০২২

ঢাকার তুরাগ এলাকায় স্ত্রীর সা‌থে পর‌কিয়ার জে‌রে বন্ধুর হা‌তে বন্ধু খুনের মামলার প্রধান আসামি মোঃ ইমাম হো‌সেন ওর‌ফে হৃদয়‌কে গ্রেপ্তার ক‌রেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক‌্যা‌ম্পের সদস‌্যরা। 

শ‌নিবার দুপু‌রে র‌্যাব ক‌‌্যা‌ম্পে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যা‌বের ইনচার্জ মোঃ শ‌হিদুল ইসলাম। এর আগে শুক্রবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে আমতলী উপ‌জেলার গাজীপুর এলাকা থে‌কে হৃদয়‌কে গ্রেপ্তার করা হ‌য়।

র‌্যাব জানায়, গত ৪ জানুয়ারি সন্ধ‌্যায় তুরাগ এলাকার ব‌স্তির নিজ ঘ‌রে গি‌য়ে বন্ধু ও স্ত্রী‌কে আপ‌ত্তিকর অবস্থায় দেখ‌তে পায় সে। প‌রে ক্ষিপ্ত হ‌য়ে বন্ধু রা‌সেল‌কে প্রথ‌মে কিল-ঘু‌ষি মারার এক পর্যা‌য়ে ঘ‌রে থাকা এক‌টি ছু‌ড়ি দি‌য়ে তাকে কু‌পি‌য়ে জখম ক‌রে হৃদয়। 

এসময় হৃদ‌য়ের স্ত্রী আখিনুর এগিয়ে আস‌লে তা‌কেও জখম করা হয়। প‌রে সেখান থে‌কে পা‌লি‌য়ে কুয়াকাটায় চ‌লে আসেন হৃদয়। 

এক পর্যা‌য়ে আহত রা‌সেল ও আখিনুর‌কে সোহরাওয়ার্ধি হাসপাতা‌লে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানে কর্তব‌্যরত চিকিৎসক রা‌সেল‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

এ ঘটনার প‌রের দিন রা‌সে‌লের বাবা বাদী হ‌য়ে হৃদয়‌কে আসামি ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

পরব‌র্তিতে র‌্যাব তথ‌্য প্রযু‌ক্তি ব‌্যবহার ক‌রে হৃদ‌য়ের অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রা‌তে আমতলী থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়, জানান র‌্যা‌বের ইনচার্জ মোঃ শ‌হিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত হৃদয় কু‌মিল্লার মুরাদ নগর থানার ময়নাম‌তি এলাকার মোঃ ইসমাইল হো‌সে‌নের ছে‌লে। একই গা‌র্মেন্টসে চাকরির সুবাদে রা‌সেল আর হৃদ‌য়ের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গ‌ড়ে উঠে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি