প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা, সহকারি শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ১৬:১১, ৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৬:১২, ৮ জানুয়ারি ২০২২
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসানকে হত্যা চেষ্টার ঘটনায় সহকারি শিক্ষক সাইফুল ইসলামের শাস্তি ও অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
শনিবার সকালে বিদ্যালয় মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। সহকারি শিক্ষক সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরি থেকে অব্যাহতির দাবি জানান তারা।
এর আগে গেল বুধবার অবৈধ ভাউচারে স্বাক্ষর না করায় প্রধান শিক্ষক রাশেদুল হাসানের ঘাড়ে আঘাত করে হত্যার চেষ্টা করেন সহকারি শিক্ষক সাইফুল ইসলাম। আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফলিতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রধান শিক্ষক।
এএইচ/
আরও পড়ুন