ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় আড়াই কেজি রূপার গহনাসহ যুবক আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫০, ৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অভিযানে ২ কেজি ৫৫০ গ্রাম রূপাসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালিয়ে ওই মালামাল উদ্ধার করা হয়। 

এ সময় এই কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তর ভাদিয়ালী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মোরশেদ আলম (২২)-কে আটক করা হয়। 

মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহলদল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্তের মেইন পিলার ১৩/৩-এস এর ৯ আরবি সন্নিকটে জিরো পয়েন্ট থেকে ২ কেজি ৫৫০ গ্রাম রূপার গহনা, ৪ বোতল ফেনসিডিল ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ওই যুবককে আটক করা হয়।

আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, আটককৃত যুবককের নামে মামলা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি