ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির শপথ-অভিষেক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৯, ৮ জানুয়ারি ২০২২

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সভাকক্ষে শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। 

এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি আজাদ মালিতা ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল।

অনুষ্ঠানে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট সোহরাব হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি