ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশিষ দেব কে সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি: 

প্রকাশিত : ২২:১০, ৮ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯নং সাতগাঁও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান দেবাশিষ দেব রাখু কে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (৭ই জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গল ব্রডব্যান্ডের  কার্যালয়ে শ্রীমঙ্গল  ব্রডব্যান্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রীমঙ্গল ব্রন্ডব্যান্ডের চেয়ারম্যান রাজিব দেব এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, শিক্ষিকা কাজী আসমা, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রাকিব, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, সাতগাঁও বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিন, শিশু বিশেষজ্ঞ ডা:  বিশ্বজিৎ দেব, লন্ডন প্রবাসী খায়রুল ইসলাম  ও কাতার প্রবাসী ইব্রাহীম মর্তুজা। 

এ সময় নব নিবাচিত চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু কে আরো সংবর্ধনা জানান এস এস সি ৯৫ ব্যাচ, শিক্ষক সমাজ ও গণমাধ্যমকর্মীরা।

রাতে সাতগাও এ দেবাশীষ দেব রাখু এর এস এস সি ৯৫ ব্যাচের বন্ধুরা তার এ বিজয়ে কেক কাটে। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ সময় সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, রিপন পাল কুটি ও রাহুল দেব।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি