সুশীল চক্রবর্তী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত : ২২:১৩, ৮ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সবুজবাগ এলাকায় স্বর্গীয় সুশীল চক্রবর্তীর স্মরণে শুরু হয়েছে সাপ্তাহ ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২।
শুক্রবার রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার ঠাকুর পাড়ায় সুশীল চক্রবর্তী স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অবসর প্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশীষ দাশ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মনিন্দ্র পাল, হারণ চক্রবর্তী, ব্যাডমিন্টন প্রশিক্ষক মিন্টু দাশ, নিত্যানন্দ চক্রবর্তী ও সুকান্ত চক্রবর্তী প্রমূখ। টুনার্মেন্টে ২০টি দল অংশগ্রহন করেছে।
আরকে//
আরও পড়ুন