ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১২, ৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:১৩, ৯ জানুয়ারি ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় সম্পদ হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে সম্পদের মৃত্যু হয়।

শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সম্পদ হোসেন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলা উদ্দিনের ছেলে। সে নিঝুমদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নিঝুমদ্বীপের নামারবাজার যাওয়ার পথে বাতায়ন কিল্লা প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায় সম্পদ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে নৌ-অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, রোববার ভোররাতে সম্পদের মৃতদেহ নিঝুমদ্বীপ আনার পর সকালে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি