ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের ৬ দিন পর সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ৯ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরে নিখোঁজের ৬ দিন পর অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার সকালে গাজীপুরের চাপুলিয়া এলাকায় রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। 

পরে ক্রাইমসিন ইউনিট, র‌্যাব ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল বারি গত ৩ জানুয়ারি বাসা থেকে খেজুরের রস আনতে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে থানায় সাধারণ ডায়রি করেন তার স্ত্রী পারভীন। 

এদিকে, হত্যার সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন জানান, ২০১৫ সালে সেনাবাহিনী থেকে অবসরে যান আব্দুল বারি। এর চার বছর পর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি-৩ সুপারভাইজার হিসেবে যোগদান করেন তিনি। 

হত্যার রহস্য উন্মোচনে কাজ চলছে বলে জানান তিনি।

এএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি