ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ট্রলার ডুবি: লঞ্চের চালকসহ ৩ জন কারগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ৯ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে খেয়া পারাপারের যাত্রীবাহী ট্রলারকে ডুবিয়ে দেয়া এমভি ফারহান-৬ নামের লঞ্চের চালক, মাস্টার ও সুকানীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট নূর নাহার ইয়াসমিন তাদের কারাগারে পাঠানো আদেশ দেন।

পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বেপরোয়া গতিতে লঞ্চ চালিয়ে যাত্রীবাহী ট্রলার ডুবিয়ে দেয়ার ঘটনায় নৌ-পুলিশের মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামি লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূইয়া ও সুকানী মো. জসিমকে বৃহস্পতিবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 

আদালত রোববার শুনানির দিন ধার্য করেছিলেন। আজ শুনানি শেষে দুপুরে রিমান্ড আবেদন না মঞ্জু করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

ফতুল্লায় ধলেশ্বরী নদীতে গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ হন। 

রোববার তাদের মধ্যে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ ভেসে উঠে নদীতে। পরে নৌ-পুলিশ ও কোস্টগার্ড তাদের মরদেহ উদ্ধার করে। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও ৬ জন। 

এদিকে, এখনও উদ্ধার করা হয়নি ডুবে যাওয়া ট্রলারটি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি