ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

টেকনাফে শীর্ষ সন্ত্রাসী বদিয়া সহ ৪জন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ২১:০৫, ৯ জানুয়ারি ২০২২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী  বদি আলম প্রকাশ বদাইয়াসহ চার সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১৫।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০হাজার ২০পিস ইয়াবা, নগদ ৩৭হাজার ৬শত ৬০টাকা,বিদেশি মদ,২টি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় তৈরি অস্ত্র। 

শনিবার (৯ জানুয়ারি) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মাছের ঘেরের পাশ্ববর্তী টং ঘরের ভিতর থেকে এসব অস্ত্র, মাদকসহ তাদের আটক করা হয়। রবিবার সন্ধ্যায় র‍্যাব -১৫ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিং কালে এতথ্য নিশ্চিত করেন,  উপ-অধিনায়ক তানবীর হাসান। 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব- ১৫ এর  আভিযানিক দল জানতে পারে যে কয়েকজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী টেকনাফের হ্নীলা ইউনিয়নের মাছের ঘেরের একটি টং ঘরে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার রাত ১১টা ৪০ মিনিটের সময় চারজন সন্ত্রাসীকে ইয়াবা সেবন অবস্থান আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র। 

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি