ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উখিয়ায় ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০, ১০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১১:৫৪, ১০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ায় ৫ লাখ পিস ইয়াবাসহ সৈয়দুল আমিন (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার সকালে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী। এর আগে রোববার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক সৈয়দুল আমিন (২৩) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৭৪-এর মো. আমিনের ছেলে।

এএসপি আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় এক ব্যক্তিকে বস্তা নিয়ে ব্রিজের নিচ দিয়ে পার হতে দেখে থামতে বলা হয়। তখন সে বস্তা ফেলে দৌড় দেয়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক ও বস্তাগুলো জব্দ করা হয়। বস্তায় ৫ লাখ ইয়াবা পাওয়া যায়। 

এসময় একটি ইজিবাইকও জব্দ করে র‌্যাব।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের সঙ্গে তিনিসহ আরও একটি গ্রুপ সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে সে। আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি