ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে ব্যবসায়ীকে হত্যা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ১০ জানুয়ারি ২০২২

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

Ekushey Television Ltd.

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর মাঠে তোফাজ্জেল হোসেন (৪৫) নামে এক ছাগল ব্যবসায়ীকে  হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে গ্রামের উত্তর মাঠে কৃষকরা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত হরিরামপুর গ্রামের বক্স বিশ্বাসের ছেলে।

তোফাজ্জেল হোসেনের স্ত্রী মনিতাজ খাতুন জানান, রোববার সন্ধ্যায় ঘটকালি বিষয় নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেননি তিনি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সোমবার দুপুরে কৃষকরা লাশ পরে থাকতে দেখে জানালে আমরা মাঠে গিয়ে তার লাশ পাই। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বলতে পারেননি তিনি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ দ্বারা খান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, শিঘ্রই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারবো।

ওসির ধারণা, কোন আক্রোশ বা রাগ থেকে তোফাজ্জল হোসেন বিশ্বাসকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।  

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি