ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপহরণের ৫ দিন পর ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ১০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর পোরশায় অপহরণের ৫ দিন পর ১০ম শ্রেণীর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারি ইমান আলী শেখ (১৯)কে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় মামলা দায়েরের পর সোমবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পাশের সাপাহার উপজেলার গোডাউনপাড়ার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইমান আলী গোডাউনপাড়ার জনেক কাউসার আলী শেখের ছেলে। 
     
পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে ইমান আলী ও তার এক সহযোগী মিলে পোরশা সহরন্দ সহড়ন্দ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থীকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে।

এই ঘটনায় ভিকটিমের পিতা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার রাতে অপহৃতাকে উদ্ধারসহ অপরহরণকারিকে গ্রেপ্তার করা হয়েছে, জানায় পুলিশ।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান জানান, সোমবার আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের জবানবন্দি নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি