ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে ফার্নিচার কারখানায় আগুন, দুই জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১০ জানুয়ারি ২০২২

চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি ফার্নিচার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। এতে এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৩টার পর পাহাড়তলী থানার কর্নেল জোন্স সড়কের পি টু পি ফার্নিচার কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। 

পরে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। 

কারখানাটিতে রং, স্প্রিট, কাঠসহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি