ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যশোরে দোয়া ও মিলাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ১০ জানুয়ারি ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংকের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বাদ আসর শহরের জজ কোর্ট জামে মসজিদে দোয়া মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন মুসল্লীরা। মিলাদ পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ ইলিয়াস। 

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন শেখ ফজলুল হক মণি- আরজু মণি অক্সিজেন ব্যাংকের সদস্য এফ বি মহিদুল হাসান, মোহাম্মদ সাদমান সৌমিকসহ অন্যরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক যশোরে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবাসহ সামাজিক নানা কর্মসূচি পালন করছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি