চাকরি নিয়ে প্রতারণা, ভুয়া ভিসি গ্রেপ্তার
প্রকাশিত : ২২:৫৫, ১০ জানুয়ারি ২০২২ | আপডেট: ২৩:০৮, ১০ জানুয়ারি ২০২২
কথিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৬৫)। তার বাড়ি বাগমারা উপজেলার অর্জুনপাড়া গ্রামে। তিনি কথিত মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যানের ভুয়া পরিচয় দিতেন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে বাগমারার ‘অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়’-এর উপাচার্য এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যানের ভুয়া পরিচয় দিতেন। এই পরিচয়ে তিনি সাধারণ মানুষকে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার কাছ থেকে জাল কাগজপত্র জব্দ করা হয়েছে।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বাগমারায় ‘অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়’নামে কোনো প্রতিষ্ঠান নেই। এর আগেও একই ধরনের প্রতারণার দায়ে আটক এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রফিকুলকে কারাদন্ড হয়েছিল।
ওসি বলেন, রফিকুলের নামে প্রতারণার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কেআই//
আরও পড়ুন