ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৩, ১১ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন রোদের ঝলকানিতে মানুষ একটু স্বস্তিতে থাকলেও দুদিন ধরে দেখা মেলেনি সূর্যের। 

এ কারণে একদিকে ঘন কুয়াশা ও আরেক দিকে প্রচণ্ড ঠাণ্ডায় চরম দুর্ভোগে মানুষ।

বিশেষ করে যমুনাপাড়ের সিরাজগঞ্জ সদর, বেলকুচি, কাজিপুর, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের চরাঞ্চল ও নদী তীরবর্তী মানুষেরা অপেক্ষাকৃত বেশি দুর্ভোগ পোহাচ্ছ।

এসব অঞ্চলের মানুষেরা হতাশার কথা জানিয়ে দাবি করেছেন শীতবস্ত্রের।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি