বরগুনায় ক্ষতিপূরণের দাবিতে ৭৭ পরিবারের মানববন্ধন
প্রকাশিত : ১২:৩৬, ১১ জানুয়ারি ২০২২
উন্নয়ন কাজে সহযোগিতা করেও ক্ষতিপূরণ পাচ্ছেনা বরগুনার ৭৭ পরিবার। স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তারা। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ও ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ৭৭ পরিবার।
মঙ্গলবার সকাল দশটার দিকে গোলবুনিয়া বাজারে এই কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে নারী, পুরুষ ও শিশুরাও অংশগ্রহণ করেন।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সফিকুর রহমান, পনু হাওলাদার, হাকিম সিকদার, নাসির এবং আব্বাস মুসুল্লি।
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কাজ বেরিবাঁধ নির্মাণে বাড়িঘর ভেঙ্গে সরিয়ে ফেলেছি কিন্তু এখনও আমরা আর্থিক ক্ষতিপূরণ পাইনি। তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, যাতে আমরা ৭৭ পরিবার খুব দ্রুত ক্ষতিপূরণের অর্থ পাই।
বক্তারা আরও বলেন, এর আগে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি, তিনমাস অতিবাহিত হয়েছে অথচ এখনও ক্ষতিপূরণ পাইনি। আমরা ছেলে-মেয়ে নিয়ে খুব মানবেতর জীবন-যাপন করছি।
এএইচ/
আরও পড়ুন