সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান
প্রকাশিত : ১৫:০৭, ১১ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:০৯, ১১ জানুয়ারি ২০২২
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোন প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী, মন্তব্য করেন সেনাপ্রধান।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বড় চওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে একথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, সামর্থের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর সেনাবাহিনী। সারাদেশে ১ লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, চিকিৎসাসেবা দিয়েছি। এর পাশাপাশী গবাধী পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী।
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একইসাথে বাংলাদেশ সেনাবাহিনীরও সুবর্ণজয়ন্তী উদযাপন করেছি।
এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন সেনাপ্রধান।
এছাড়াও স্থানীয় জনসাধারণকে চিকিৎসাসেবা প্রদানের জন্য পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এএইচ/
আরও পড়ুন