ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ সড়ক দুর্ঘটনায় আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ২১:১১, ১১ জানুয়ারি ২০২২

নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারী এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্য দবিরুল সামান্য চোট পেয়েছেন। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বালিয়াডাঙ্গিতে নিজ নির্বাচনী এলাকা থেকে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামের গাড়িটি খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। এসময় গাড়িতে থাকা সংসদ সদস্য সামান্য আঘাত পেয়ে আহত হন।

মঙ্গলবার সন্ধ্যায় এঘটনার সত্যতা নিশ্চত করে সাংসদের বড়ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন জানান, আজ বিকেল ৪টার দিকে আমার বাবা আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি তাঁর নিজ নির্বাচনী এলাকা বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর থেকে পাড়িয়া যাওয়ার পথে তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি সামান্য আহত হয়েছেন।এসময় স্থানীয়রা সাংসদকে উদ্ধার করে দ্রুত বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মহান আল্লাহর কাছে শুকরিয়া বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সাংসদ দবিরুল ইসলাম বলেন, আমার গাড়িটি যথারীতি চলছিল। কিন্তু আচমকা সামনে একটি ভ্যানগাড়ি চলে আসে। ভ্যানচালককে বাঁচাতে আমি চিৎকার দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি খাদে পড়ে যায়। সে সময় কিছুটা আঘাত পাই। তবে এখন আমি ভালো আছি।

বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিঠুন চন্দ্র জানান, সাংসদের তেমন কোনো বড় আঘাত ছিল না। তাই তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি