ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

১০ ইউনিটের চেষ্টায় নারায়ণগঞ্জের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ১২ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার কর্কসীট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফতুল্লা, হাজিগঞ্জ ও নিতাইগঞ্জের ১০টি ইউনিট একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার সকাল সকাল দশটার দিকে হঠাৎ আগুন দেখে এলাকাবাসি ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথমে নিতাইগঞ্জের ৪টি ইউনিট এসে আগুন নিভানোর চেষ্টা করলেও পরে আরও ৬টি ইউনিট যুক্ত হয়। পরে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসী জানায়, ওই গোডাউনে মূলত করোনা ভ্যাক্সিনের বাক্সের ককশিট এনে এখানে স্তূপ করে রাখা হয়েছিল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, কর্কসীট ও ফোমের গোডাউনে হঠাৎ আগুন লাগে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে কি থেকে আগুনের সূত্রপাত্র সেটি তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা যায়নি, জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি