নোয়াখালীতে বেড়েছে করোনা সংক্রমণ
প্রকাশিত : ১৬:১৭, ১২ জানুয়ারি ২০২২
নোয়াখালীতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। জেলায় নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা গত কয়েক মাসের তুলনায় সর্বোচ্চ সংক্রমণ। নতুন সংক্রমণের হার শতকরা ২ দশমিক ৬৮ ভাগ।
বুধবার সকালে নতুন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। এ নিয়ে জেলায় মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২১ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৪১১টি নমুনা পরীক্ষায় সদরে ৬, বেগমগঞ্জে ৩, চাটখিলে ১ ও কবিরহাটে ১ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলায় মোট সংক্রমণ ২১ হাজার ২১ জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ১৯ হাজার ৯৮৬ জন। মারা গেছেন ২২৭ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮০৮ এবং শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ রোগী।
এএইচ/
আরও পড়ুন