ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বাসের চাপায় ইজিবাইক চালক নিহত, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৫, ১৩ জানুয়ারি ২০২২

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে বাস-ইজিবাইক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে সড়কে যানচলাচল।

বুধবার রাত ৯টার দিকে চরগোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে খুলনা থেকে চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের চরগোবিন্দপুর এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক কামাল ফরাজী (৪০) নিহত হন। এ দুর্ঘটনায় ইজিবাইকে থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সেসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সড়কে বাস চলাচল স্বাভাবিক করে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি