ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

গোয়ালঘর থেকে ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০, ১৩ জানুয়ারি ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আবু তালেব খোকন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তালেব বেনাপোল পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের কদম আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, কারবারিরা বিপুল পরিমাণ মাদকের চালান পাচার করছে এমন গোপন খবরে ডিবির এসআই শফি আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযানে নামে। পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের তালেবের গোয়ালঘরে অভিযান চালিয়ে টেপ প্যাঁচানো ৫টি পোটলায় ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করে অভিযানিক দলটি।

ডিবির এসআই শফি আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। আটক তালেব এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি