ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪

টেকনাফে এক জালেই অবিশ্বাস্য পরিমাণে মাছ, কারণ কী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ১৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৯:৫২, ১৩ জানুয়ারি ২০২২

কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ সৈকতে এক দিনে একজন জেলের জালেই ধরা পড়েছে প্রায় তিনশ' মন মাছ, যা নিয়ে তোলপাড় চলছে এলাকাজুড়ে। ওই জেলের মাছ ধরার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যেখানে দেখা যাচ্ছে জেলেরা ঘিরে ধরে জাল তুলছেন আর তার ভিতরে লাফালাফি করছে অসংখ্য মাছ।

জেলেরা বলছেন চিংড়ি, রূপচাঁদা, কালো পোয়া, সাদা পোয়া, ছোট পোয়া, ছোট পারশে, বড় পারশে, মলা, ছুরি, বাটার মতো মাছই বেশি ধরা পড়ছে।

ওই এলাকার উপকূলে নিয়মিত মাছ ধরেন এমন কয়েকজন জেলে বলছেন, স্থানীয়রা বলছেন, গেল কিছুদিন দরেই এক জালে কখনো কখনো ৫ থেকে ৬ লাখ টাকার মাছ ধরা পড়ছে। 

ওই এলাকার জেলে শাহ আলম বলছেন, উপকূলের কাছে টানা জালে একবারে বেশি পরিমাণে মাছ ধরার পড়ার ঘটনা গত কিছুদিনে বেশ কয়েকবার ঘটছে।

বিষয়টিকে নিতান্তই ভাগ্য বলেই মনে করছেন সেখানকার জেলেরা। 

এবিষয়ে টেকনাফের মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, ‘‘মাছের প্রজনন ও ডিম ছাড়ার সময়ে ৬৫ দিন সাগরে সব ধরণের মাছ ধরা বন্ধ ছিলো গত বছর। তারই সুফল পাওয়া যাচ্ছে এখন।’’

কোনও কোনও জেলে অতিরিক্ত পরিমাণে মাছ পাওয়ার কারণ হিসাবে তিনি বলছেন, সাগরে মাছ ঝাঁক বেধে এক পথে চলে। সে কারণেই হঠাৎ হঠাৎ কোনও কোনও জেলে এক জালেই অনেক মাছ পেয়ে যাচ্ছেন। 

সূত্র: বিবিসি
এমএম/এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি