ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে ভারতীয় হাইকমিশনের এ্যাম্বুলেন্স উপহার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৮, ১৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:৪৯, ১৩ জানুয়ারি ২০২২

নোয়াখালীতে বন্ধুত্বের নিদর্শন হিসেবে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবায় লাইফ সাপোর্ট সুবিধাসহ একটি এ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে। 

সোনাইমুড়ি উপজেলার কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ইন্ডিয়ান হাইকমিশনের সহকারী হাইকমিশনার শ্রী উদত জা আনুষ্ঠানিকভাবে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের কাছে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি